চরাঞ্চলের পাঁকায় দেয়া হয়েছে বিনামূলে দাঁতের চিকিৎসা

বেসরকারি সংস্থা গ্রামীণ বহুমূখী উন্নয়ন সংস্থা (জিবাস) এর ব্যবস্থাপনায় নদী ও জীবন-২ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরাঞ্চল শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দরিদ্র মানুষদের মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে দেয়া হয়ে দাঁতের চিকিৎসা। লোকাল চর এল্যালায়েন্স (এলসিএ) আয়োজিত এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে সহযোগিতা করে শিবগঞ্জের তাবাসসুম ডেন্টাল ক্লিনিক।
পাঁকার দশরশিয়ায় প্রতিক সিবিও কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক দাঁতের রোগির চিকিৎসা প্রদান করা হয় এবং ৩৫জনের দাঁত তোলা হয়। চিকিৎসা প্রদান করেন, ডা. নূসরাত জাহান শানমিন, ডেন্টাল চিকিৎসক. নূর এ ইলাহী, শাখাওয়াত হোসেন, নাসরিন খাতুন, জান্নাতুন ফেরদৌস। এই ক্যাম্পের উদ্বোধন করেন, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক। এ সময় জিবাসের সভাপতি তাজেমুল হক, এলসিএ’র সভাপতি মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন, জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম, মেহেদী হাসান, জিবাসের সুপারভাইজার এনামুল কবির খোকনসহ প্রকল্পের বিভিন্ন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কনসর্ণি ওল্ডওয়াইড ও আইরিশ এইডের আর্থিক সহযোগিতায় নদী ও জীবন-২ প্রকল্পটি বাস্তবায়ন করছে জিবাস।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৫