ডিজিটাল কর্মসুচি বাস্তবায়ন করতে ২১১টি ট্যাবলেট পিসি বিতরণ

ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেইজ-২ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ট্যাবলেট পিসি (মিডিয়া প্যাড) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা ভিত্তিক ট্যাবলেট পিসি বিতরণ করা হয়। ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলহাজ্ব আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম, এনএসআই চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোঃ শামশুজ্জোহা, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালামসহ জেলার বিভিন্ন অফিস কর্মকর্তাগণ।
জেলা প্রশাসনের আইটি শাখা সূত্র জানিয়েছে, জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক, জেলা পরিষদ কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, উপ-পরিচালকের কার্যালয় কৃষ সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়, জেলা উপানুষ্ঠানিক ব্যুরো, জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়, জেলা শিশু একাডেমী, জেলা প্রাণীসম্পদ কার্যালয়, বিএডিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালকের কার্যালয়, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জেলা কারাগারের কার্যালয়, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, প্রধান ডাকঘর, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সড়ক ও জনপথ অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত বিভাগ, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সহকারী পরিচালক (ইঞ্জি) বিআরটিএ’র কার্যালয়, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পানি উন্নয়ন বোর্ড, সহকারী প্রকৌশলীর কার্যালয় বিটিসিএল, সহকারী প্রকৌশলীর কার্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপ-পরিচালকের কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন, উপ-পরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জেলা সমাজ সেবা কার্যালয়সহ সকল জেলা অফিস কার্যালয় প্রধানগণকে এবং সকল উপজেলা অফিস প্রধানগণকে এই ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। জেলার মোট ৬০টি অফিস, উপজেলার ১৪৫টি অফিস, এডিসি, এডিএম ৩টিসহ মোট ২১১টি ট্যাবলেট পিসি এই প্রকল্পের আওতায় বিতরণ করা হয়েছে।
ওই সূত্র জানায়, এর ফলে সরকারী কর্মকর্তাদের ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করার সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৫