প্রসঙ্গ পেট্রোল বোমা > যেখানে সেখানে দাহ্য পদার্থ বিক্রি বন্ধে মাঠে নেমেছে প্রশাসন
পণ্যবাহী ট্রাক ও গণ পরিবহণে দফায় দফায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক যেখনে সেখানে দাহ্য পদার্থ বিক্রি বন্ধে মাঠে নেমেছে।
নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও সকল উপজেলায় অবৈধভাবে দাহ্য পদার্থ বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নাশকতাকারী ও সন্ত্রাসকারীরা জেলা শহরের বিভিন্ন দোকান এবং উপজেলার মফস্বল এলাকার বিভিন্ন দোকান থেকে পেট্রোল সংগ্রহ করে স্থানীয়ভাবে পেট্রোল বোমা তৈরী করছে এবং নাশকতার কাজে ব্যবহার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যে সকল দোকানে কোন লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল বা এই জাতিয় বিভিন্ন দাহ্য পদার্থ বিক্রি করছে তা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি রামকৃষ্ণ বর্মন জানান, বুধবার বিকেলে শহরের পিটিআই মোড়, নিমতলা মোড়, বারঘরিয়া বাজার, মহারাজপুর বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত চালানো হয়েছে। এসময় কোন দোকানে অবৈধভাবে পেট্রোল বিক্রির সন্ধান পাওয়া যায়নি। ২ একটি দোকানে সামান্য পাওয়া গেলেও তাদের বিক্রি বন্ধের জন্য সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন উপস্থিত ছিলেন। পরবর্তীতে কোন দোকানে অবৈধভাবে পেট্রোল বা অন্য কোন দাহ্য পদার্থ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, জেলার সকল পেট্রোল পাম্প মালিকদেরও অভৈধভাবে বিক্রেতাদের কাছে কোন জ্বালানি তেল বিক্রির বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, এই অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৫
নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও সকল উপজেলায় অবৈধভাবে দাহ্য পদার্থ বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নাশকতাকারী ও সন্ত্রাসকারীরা জেলা শহরের বিভিন্ন দোকান এবং উপজেলার মফস্বল এলাকার বিভিন্ন দোকান থেকে পেট্রোল সংগ্রহ করে স্থানীয়ভাবে পেট্রোল বোমা তৈরী করছে এবং নাশকতার কাজে ব্যবহার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে যে সকল দোকানে কোন লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল বা এই জাতিয় বিভিন্ন দাহ্য পদার্থ বিক্রি করছে তা বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি রামকৃষ্ণ বর্মন জানান, বুধবার বিকেলে শহরের পিটিআই মোড়, নিমতলা মোড়, বারঘরিয়া বাজার, মহারাজপুর বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত চালানো হয়েছে। এসময় কোন দোকানে অবৈধভাবে পেট্রোল বিক্রির সন্ধান পাওয়া যায়নি। ২ একটি দোকানে সামান্য পাওয়া গেলেও তাদের বিক্রি বন্ধের জন্য সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন উপস্থিত ছিলেন। পরবর্তীতে কোন দোকানে অবৈধভাবে পেট্রোল বা অন্য কোন দাহ্য পদার্থ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, জেলার সকল পেট্রোল পাম্প মালিকদেরও অভৈধভাবে বিক্রেতাদের কাছে কোন জ্বালানি তেল বিক্রির বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, এই অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৫