গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাগরণ যাত্রা
গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সমাবেশ ও জাগরণ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রফিক হাসান বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সাম্যবাদী দলের কামাল উদ্দীন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জয়নাল আবেদিন, কবিতা আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাঃ ইব্রাহিম, খায়রুল আলম, শাহনিনা প্রামানিক প্রমূখ। শেষে জাতীয় পতাকা হাতে জাগরণ যাত্রা শুরু হয়। কলেজ মোড় থেকে বের হওয়া জাগরণ যাত্রা কোর্ট এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জাগরণ যাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৫
বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রফিক হাসান বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সাম্যবাদী দলের কামাল উদ্দীন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জয়নাল আবেদিন, কবিতা আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাঃ ইব্রাহিম, খায়রুল আলম, শাহনিনা প্রামানিক প্রমূখ। শেষে জাতীয় পতাকা হাতে জাগরণ যাত্রা শুরু হয়। কলেজ মোড় থেকে বের হওয়া জাগরণ যাত্রা কোর্ট এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জাগরণ যাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০২-১৫