ভিন্নসেটের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ > হরিমোহন কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান
চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা ভিন্ন সেটের প্রশ্নপত্রে গ্রহণ করায় কেন্দ্র সচিব আব্দুল লতিফকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আব্দুল লতিফ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সূত্র জানিয়েছে, দায়িত্বে অবহেলার কারণে শিক্ষা বোর্ডের পরামর্শক্রমে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জের এনডিসি রামকৃষ্ণ বর্মণ জানান, নতুন কেন্দ্র সচিব হিসেবে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সূত্র জানিয়েছে, হরিমোহনের প্রধান শিক্ষক আব্দুল লতিফের গাফেলতির কারণেই পরীক্ষা গ্রহণে এই ‘বিশৃংখলা’ ঘটে।
উল্লেখ্য, শনিবার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের নির্ধারিত ‘খ’ সেটের পরীবর্তে ‘ক’ সেটের প্রশ্নপত্র গ্রহণ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও সাব কেন্দ্র গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে এক হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়। এ নিয়ে এক প্রতিবেদন চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকম-এ প্রকাশিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০২-১৫
আব্দুল লতিফ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সূত্র জানিয়েছে, দায়িত্বে অবহেলার কারণে শিক্ষা বোর্ডের পরামর্শক্রমে তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জের এনডিসি রামকৃষ্ণ বর্মণ জানান, নতুন কেন্দ্র সচিব হিসেবে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সূত্র জানিয়েছে, হরিমোহনের প্রধান শিক্ষক আব্দুল লতিফের গাফেলতির কারণেই পরীক্ষা গ্রহণে এই ‘বিশৃংখলা’ ঘটে।
উল্লেখ্য, শনিবার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের নির্ধারিত ‘খ’ সেটের পরীবর্তে ‘ক’ সেটের প্রশ্নপত্র গ্রহণ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও সাব কেন্দ্র গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে এক হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়। এ নিয়ে এক প্রতিবেদন চাঁপাইনবাবগঞ্জনিউজ ডটকম-এ প্রকাশিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০২-১৫