রাজনৈতিক কর্মী ও সাংবাদিক শামসুল হুদা’র আজ ২১তম মৃত্যু বার্ষিকী

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক ও রাজনৈতিক কর্মী অধ্যাপক জিকেএম শামসুল হুদার আজ সোমবার ২১ তম মৃত্যু বার্ষিকী।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা গ্রামের মাওলানা হেসামুদ্দীনের বড় ছেলে অধ্যাপক  শামসুল হুদা ১৯৯৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
বর্ণাঢ্য শিক্ষা ও রাজনৈতিক জীবনের অধিকারি শামসুল হুদা চাঁপাইনবাবগঞ্জের হেফজুল উলুম মাদ্রাসা থেকে দাখিল, আলিম পাস এবং রাধাকান্তপুর মাদ্রাসা থেকে ফাজিল পাসের পর বগুড়ার মোস্তাফাবিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। পরে আবারও স্কুলে ভর্তি হয়ে ম্যাট্রিক পাশের পর নবাবগঞ্জ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি  হয়ে অর্থনীতিতে এমএ পাস করেন। প্রয়াত শামসুল হুদা ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ৬০ এর দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র প্রো-ভিপি নির্বাচিত হন। শিক্ষা জীবন শেষে টাঙ্গাইলের ঘাটাইল কলেজে শুরু করেন অধ্যাপনা। সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের শেষ সময় (নভেম্বর মাসে) চাঁপাইনবাবগঞ্জে ফিরে আসেন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেন। স্বাধীনতার পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন হলে তৎতাকলিন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা আওয়ামী যুবলীগের সভাপতি’র দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁপাইনবাবগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
’৭৫ পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগ সংগঠিত রাখতে তিনি ভুমিকা রাখেন। ওই সময় আওয়ামীলীগের প্রার্থী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এহসান আলী খানের কাছে পরাজিত হন। তিনি ১৯৬৬ সালে পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ প্রতিষ্ঠা করেন।
প্রয়াত শামসুল হুদা মনিং নিউজ, বাংলাদেশ টাইমস পত্রিকায় দীর্ঘদিন  সাংবাদিকতা করেন। মৃত্যুর আগ পর্যন্ত  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বাংলাদেশ বেতারের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শামসুল হুদা’র ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-১৫