কানসাট পুকুরিয়ায় অস্ত্রসহ দু’ অস্ত্র ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া এলাকা থেকে রবিবার সন্ধ্যায় দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ দু’ অস্ত্র ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়ারা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার  পুুকুরিয়া কাজিপাড়ার আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (১৮) ও একই উপজেলার আলীডাঙ্গার তারণ মন্ডলের ছেলে হীরু মন্ডল (১৯)।
র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গ্রেফতার হওয়া সাদ্দাম ও হিরু মন্ডল অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তাদেরকে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীতে রাখার এক পর্যায়ে জানা যায় তারা অস্ত্র বেচার জন্য অস্ত্র সাথে নিয়ে শিবগঞ্জ থানাধীন পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের ভিতরে মাঠের বাম পার্শ্বে অবস্থান করছে। প্রেক্ষিতে র‌্যাবের একটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, আটকের পর তারা জানিয়েছে ‘তারা দীর্ঘদিন থেকে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত’।
এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় শিবগঞ্জে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে অস্ত্র ব্যবসায়ী চক্র।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০২-১৫