জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনার মোড় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ বিদ্যালয় মাঠে শেষ হয়েছে। ১৮ ও ১৯ ফেব্র“য়ারী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লম্ফ, লাফ-ধাপ-ছাঁপ, লৌহ বল, চাকতি ও বর্শা নিক্ষেপ, মোরগ লড়াই, দড়ি খেলা সহ ১১ ইভেন্টে ৩৯টি খেলায় ৬টি গ্র“পে প্রায় ২৫০ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। খেলা পরিচালনা করেন নূর-এ-আলম, দুরুল হোদা। তাদের সহযোগিতা করেন কলিম উদ্দীন ও শামীমা সুলতানা কুমকুম। এর আগে দু’দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০২-১৫