আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টে এ্যাথলেটিকো দি দিঘীর মাঠ এর জয়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর সেবাসংঘের ব্যবস্থাপনায় কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর বৃহস্পতিবার খেলায় জয় পেয়েছে অ্যাথলেটিকো দি দিঘীর মাঠ ক্রিকেট দল। তারা ৯ উইকেটে রামচন্দ্রপুর হাট অচেনা ক্রিকেট দলকে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে রামচন্দপুর অচেনা ক্রিকেট দল ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাকিল ১৮, রুমন ১৪ রান করে। অ্যাথলেটিকো দি দিঘীর মাঠ ক্রিকেট দলের বোলার শাউন ৩ ওভার ৮ রানে ২টি, মিঠু ১ ওভার ৮ রানে ১টি উইকেট লাভ করে। ৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অ্যাথলেটিকো দি দিঘীর মাঠ ক্রিকেট দল ৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে মামুন ৫৪, কিবরিয়া ১৩ রান করে। রামচন্দপুর অচেনা ক্রিকেট দলের বোলার নয়ন ২ ওভার ১৪ রানে ১টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০২-১৫