আলীনগরে টেনিস ক্রিকেট টুর্নামেন্টে পাইওনিয়র ক্রিকেট দলের জয় লাভ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর জনকল্যাণ সংঘ আয়োজিত আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ১৪তম টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারনী খেলায়  জয় পেয়েছে পাইওনিয়র ক্রিকেট দল। তারা ৪ উইকেটে জসিম ক্রিকেট দলকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে জসিম ক্রিকেট দল ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ভুট্টু ও রউফ উভয়ে ৩৮ রান করে সংগ্রহ করে। পাইওনিয়র ক্রিকেট দলের বোলার নাহিদ ৩ ওভার ৪৮ রানে ৩টি, মাহমুদ ১ ওভার ১৬ রানে ১টি উইকেট লাভ করে। ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাইওনিয়র ক্রিকেট দল ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে সোহেল ৯৮, জাকির ৩৫ রান করে। জসিম ক্রিকেট দলের বোলার রউফ ৩ ওভার ৪১ রানে ২টি, তানভির ৩ ওভার ৪১ রানে ১টি উইকেট লাভ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০২-১৫