টানা ৭২ ঘন্টা হরতালরে প্রথম দিন গেল শান্তিপূর্ণভাবে ॥ বিশেষ অভিযানে আটক ৪০

২০ দলীয় জোটের টানা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জের হরতাল পালিত হয়েছে শান্তিপুর্ণভাবে। কোন পিকেটিং ছাড়াই পার হওয়া প্রথম দিনে শহরের জনজীবন ছিল স্বাভাবিক।
রোববার সকাল সাড়ে ৮টায় শহরের বড় ইন্দারা মোড় এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল করেছে জামায়াত। তবে হরতালে জেলার কোথাও কোন পিকেটার দেখা যায়নি। জেলা পুলিশ কন্ট্রোলরুম জানিয়েছে, সমগ্র জেলার ৫টি উপজেলায় ২৪ ঘন্টার বিশেষ অভিযানে রবিবার সকাল পর্যন্ত আটক করা হয়েছে ৪০জনকে । এর মধ্যে ৩ জন বিএনপি ও ২ জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছে। এদিকে জেলায় হরতালের কারণে দূরপাল্ল¬াসহ অভ্যন্তরিন রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের প্রধান প্রধান মার্কেট এর বেশীরভাগ দোকান বন্ধ রয়েছে। অফিস,আদালত,ব্যাংক,বীমা ও শিক্ষা প্রতিষ্ঠানে লোকজনের উপস্থিতি কিছুটা কম থাকলেও  তবে বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে যায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে শহরের গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে। এখন পর্যন্ত জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সোনামসজিদ স্থলবন্দর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশী নিরাপত্তায় দুপুরে বন্দরে খালি ট্রাক প্রবেশ ও আমদানী পণ্যভর্তি ট্রাক বন্দর ছেড়ে দেশের অভ্যন্তরে পরিবহন চালু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৫