জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় > ভবন ৫তলা, কাজ শুরু ৭লাখ টাকার

চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সদস্য তাজ রহমান টনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদসহ অনান্যরা। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। পরে ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়।
জেলা পরিষদের অর্থায়নে এ ভবন নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের প্রকৌশল শাখা সূত্র জানায়, ৫ তলা ভবনের পরিকল্পনা নেয়া হলেও এ বছর নিজস্ব তহবিলের আওতায় কাজ করা হচ্ছে ৭লাখ টাকার। বরাদ্দ সাপেক্ষে পরবর্তীতে কাজ করা হবে বলে ওই সূত্র জানায়।

চাঁপাইনববাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৫