শিশুদের “তারায় তারায় দীপশিখা” অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের  ৫ উপজেলায় “ব্র্যাক শিক্ষা কর্মসুচীর” আওতাভূক্ত  শিশু শিক্ষার্থী ও সাধারণ শিশুদের অংশগ্রহণে “তারায় তারায় দীপশিখা” অনুষ্ঠান হয়েছে রবিবার সকালে স্থানীয় শহীদ সাটু হলে।
কর্মসুচির আওতায় “ছন্দ ও শৈলীতে বৃদ্ধি বিকাশ” কার্যক্রমের জেলা পর্যায়ের গান, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর। বেসরকারী উন্নয়ন সংগঠন ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহিনুর সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মতিন, ব্র্যাক প্রাথমিক শিক্ষা কর্মসুচী রাজশাহী’র আঞ্চলিক ব্যবস্থাপক আজমল হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ এলাকা ব্যবস্থাপক জিয়াউল ইসলাম, আদিবাসী শিশুশিক্ষা’র রিজিওনাল সেক্টর স্পেশালিস্ট সতিশ পাহান । এসময় ব্র্যাকের আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ৩০টি ইভেন্টে প্রতিযোগিতার প্রতি শাখায় ৩ জন করে ৯০ জন বিজয়ীকে  পুরস্কৃত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু. নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৫