হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল

২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে আজ (রবিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জে মিছিল করেছে ছাত্রদল। শহরের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাতেনখাঁর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সভাপতি মাসিদুর রহমান মেনন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিন ফজলে আজিম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি হামিদুর রহমানসহ বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।
এদিকে, ভোলাহাট উপজেলা ছাত্রদল রোববার বিকেলে মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভোলাহাট প্রেস ক্লাব সম্মূখে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল শাখার সিনিয়ার সহসভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, কোষাধ্যক্ষ রুবেল আহমেদ, উপজেলা যুবদল সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদ মন্সুর আলী, সাংগঠনিক সম্পাদক লাল দেওয়ানসহ অন্যরা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০২-১৫