বিশ্বকাপে ক্রিকেট দলকে শুভ কামনা ‘চলো বাংলাদেশ’

নিউজিল্যান্ড-অষ্ট্রেলিয়ায় শুরু হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় ‘চলো বাংলাদেশ’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভা ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে শুক্রবার শহীদ সাটু হলে আয়োজন করা বর্ণাঢ্য নানা অনুষ্ঠানমালার।
‘চলো বাংলাদেশ’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, প্রথম আলো বন্ধুসভা উপদেষ্টা শফিকুল আলম ভোতা, ক্রিকেট খেলোয়াড় নাইম ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের সাবেক ক্রিকেটার মশিউর রহমান মিঠুসহ অন্যানরা। উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক আলী উজ্জামান নূর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তোফা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা এনামুল হক তুফানসহ স্থানীয় ক্রিকেট মোদীরা। অনুষ্ঠানে সমবেত কন্ঠে খেলার গান পরিবেশন করে শিশু শিল্পীরা। এর পাশাপাশি আদিবাসী নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে বড় পর্দায় সম্প্রচার করা হয় বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে ‘চলো বাংলাদেশ’ অনুষ্ঠান।
বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ নানা শ্রেণীপেশার মানুষ।
এদিকে আমাদের গোমস্তাপুর নিজস্ব প্রতিবেদক আব্দুস সালাম তালুকদার জানান, “বিশ্বকাপ ক্রিকেটে” বাংলাদেশের শুভকামনায় গোমস্তাপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রহনপুর পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত এ র‌্যালির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম। আনন্দ র‌্যালিটি রহনপুর পৌর এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ই্য়াহিয়া খান। বর্নাঢ্য র‌্যালিতে অর্ধশতাধিক স্কাউটস সদস্য অংশ নেয়। শহরবাসী র‌্যালীকে স্বাগত জানায়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৫