সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন (ভিডিওসহ)

সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সামনে প্রায় এক ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি। এতে জেলার ৫ উপজেলার আদিবাসীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ রায়, নারী শাখার সাধারণ সম্পাদক রঞ্জণা রানী বর্মণ, নাচোল উপজেলা শাখার শ্রী মহাদেব মহাথের, আদিবাসী মুক্তি মোর্চার সাধারন সম্পাদক উত্তম চন্দ্র বর্মণ।
সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৫