অবরোধেও বন্দর থেকে ছেড়ে গেল ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক
২০ দলীয় জোটের ডাকা অবরোধের ৩৯তম দিনে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় ছেড়ে গেছে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে। ট্রাক পারাপারের সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা, পিটিআই মোড়, বিশ্বরোড মোড়সহ বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়। সকালে স্থলবন্দরে শতাধিক খালি ট্রাকও প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২ দফায় ৪’শ ৬২ টি বিভিন্ন পন্যবাহী ট্রাক ছেড়ে যায় স্থলবন্দর থেকে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও ট্রাক ছেড়ে যায় প্রায় অর্ধশতাধিক। অবরোধে আন্তঃজেলা রুটে বেশকিছু বাস চলাচল করেছে এবং অসংখ্য ছোট ছোট যানবাহন চলাচল করছে। দুরপাল¬ার বাসও ছেড়ে যায় বেশকিছু। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসনের এনডিসি রামকৃষ্ণ বর্মন জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে পেয়াজ, চাল, গম, ভুট্টাসহ বিভিন্ন পণ্যবাহী ৪’শ ৬২ টি ট্রাক ছেড়ে গেছে এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও চালভর্তি ট্রাক ও দুরপাল¬ার বাসসহ ছেড়ে গেছে বেশকিছু গাড়ি। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এসব ট্রাক পারাপার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০২-১৫