গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা থেকে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে বুধবার ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫
এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যবসায়ী হচ্ছে, শিবগঞ্জ
উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে
তুহিন আলী (২৭)। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর
কামরুজ্জামান পাভেল জানান, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল
বুধবার দুপুর দেড়টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা (ভাঙ্গাপাড়া)
গ্রামস্থ তুহিন এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের চৌকির নিচ থেকে ৫
কেজি গাঁজা, মোবাইল সেট-১টি এবং নগদ-৮’শ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা
হয়েছে। জানা যায়, আটক তুহিন দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক
ব্যবসার সাথে জড়িত। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-১৫