শহীদ ড. জোহা দিবস উপলক্ষে আলোচনা সভা

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শিক্ষাবিদ শহীদ ড. শামসুজ্জোহা দিবস উপলক্ষে বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মনিমূল হক ভবন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ। বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইব্রাহীম, প্রফেসর মোঃ দাউদ আলী, কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুসহ অন্যরা। এসময় মোনিম উদ দৌলা চৌধুরী, বালুগ্রাম কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, কৃষ্ণগোবিন্দপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, অবঃ সিনিয়র সহকারী সচিব মাহতাবউদ্দিন, মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ ইব্রাহীম, মোহিত কুমার দাঁসহকলেজের শিক্ষক মন্ডলী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্র“য়ারি স্বাধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত ছাত্রদের পাকসেনাদের হাত থেকে রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা। এই দিনটি শিক্ষক সমাজ জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-১৫