৩৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো সোনালী ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ২০১৪ সালের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ভবনে জেলার ৫টি উপজেলার ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দরিদ্র শিক্ষার্থী, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী শিক্ষার্থীরাও রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, আঞ্চলিক কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সহকারী মহাব্যবস্থাপক শিশ আহমেদ, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক, চাঁপাইনবাবগঞ্জ প্রধান শাখা ব্যবস্থাপক রোশদুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মকাচারীবৃন্দ। সোনালী ব্যাংক, আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক জানান, অনলাইনের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে জেলা থেকে এইচ.এস.সি, স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের বাছাই করে বৃত্তি দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/  ০৯-০২-১৫