ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মরনোত্তর বীমার চেক প্রদান

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের উদ্যেগে রোববার শহরের বড় ইন্ডারামোড় অফিসে মরহুম সফিকুল ইসলাম এর মৃত্যুতে তার পরিবারের নমিনী জেবুন নেসার হাতে ১লক্ষ ১৪হাজার চারশত আশি টাকার মরনোত্তর বীমার চেক প্রদান করা হয়েছে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের জেভিপি ও ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন এই চেক তার পরিবারের হাতে তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলহাজ্ব এমদাদুল হক,কোম্পানীর উন্নয়ন ডে´ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৫