অবরোধ হরতালেও বন্দর থেকে ছেড়ে গেছে পণ্যবাহী ট্রাক ॥ শিবিরের মিছিল

২০ দলীয় জোটের ডাকা অবরোধের ৩৫তম দিনে এবং সারাদেশে ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক  আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়  সোমবার ছেড়ে গেছে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে। ট্রাক পারাপারের সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা, পিটিআই মোড়, বিশ্বরোড মোড়সহ বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়। সকালে স্থলবন্দরে শতাধিক খালি ট্রাকও প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২ দফায় ৩’শ ৮ টি বিভিন্ন পন্যবাহী ট্রাক ছেড়ে যায় স্থলবন্দর থেকে এবং এর বাইরে চাঁপাইনবাবগঞ্জ থেকেও প্রায় ৩০টি পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়। অবরোধ ও হরতালে আন্তঃজেলা রুটে বাস চলাচল না করলেও  ছোট ছোট যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্দোগে সোমবার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নিমতলায় সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর অফিস সম্পাদক এনায়েতুল্লাহ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম ,ছাত্রকল্যন সম্পাদক আব্দুল বারী সহ শহর শাখার নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজন্ব প্রতিবেদক/ ০৯-০২-১৫