পিস্তল-ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া থেকে গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। লালাপাড়ার একটি আমবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের সময় সদর উপজেলার লালাপাড়ার একটি আমবাগানে অভিযান চালায়। এসময় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজন্ব প্রতিবেদক/ ০৯-০২-১৫