প্রবীণ রাজনৈতিক কর্মী এ্যাড. এনামুল হক আর নেই

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ রাজনৈতিক কর্মী, চরাঞ্চলের আলাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট এনামুল হক মঙ্গলবার বিকেলে মারা গেছেন। (ইন্নালিল্লাহি......রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবারিক সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে তিনটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টায়  শহরের রেহাইচর ঈদগাহে জানাজার নামাজের পর সংলগ্ন রেহাইচর গোরস্থানে তাকে দাফন করা হবে।
বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এনামুল হক সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা আইনজীবি সমিতির দুইবারের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলার আলাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
এ্যাড. এনামুল হকের মৃত্যুর সংবাদ শুনে তার দীর্ঘদিনের বিভিন্নস্তরের সহকর্মীরা তার বাসভবনে ছুটে যান।
এদিকে, এনামুল হকের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যড. শামসুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন গভীর শোক প্রকাশ করেছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০২-১৫

,