কুমিল্লায় বাসে পেট্রোল বোমা ॥ নিহত ৭

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা ছুড়ে সাতজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার ভোররাতে উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের ১০ জনই দগ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে ঢাকামুখী ‘আইকন পরিবহন’র একটি বাস ভোররাত সাড়ে ৩টার দিকে জগমোহনপুর এলাকায় পৌঁছালে তাতে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা। এতে বাসটিতে আগুন ধরে পুড়ে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। পেট্রলবোমা মারার সময় যাত্রীরা ঘুমিয়ে ছিলেন।
পুলিশ বাসের ভেতর থেকে নিহত ওই ৭ জনের লাশ উদ্ধার করে।
কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দগ্ধ ১০ জনকে পরে ঢাকায় পাঠানো হয় বলে কুমিল্লা মেডিকেলের পরিচালক হাবিব আব্দুল্লাহ সোহেল জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ডেস্ক রিপোর্ট/ ০৩-০২-১৫