গোমস্তাপুর সীমান্তে থেকে ৫৯০ ও ওয়াহেদপুরে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মঙ্গলবার উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিলিসহ ৭বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি’র বাঙ্গাবাড়ী ক্যাম্পের বিশেষ টহল দল।
৪৩ বিজিবির লে: কর্নেল আ: মজিদ সিকদার জানান, ভোর ৫টার দিকে বাঙ্গাবাড়ী  সীমান্তের আনারপরের কাছে ২০৩/৩ আর পিলার থেকে একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঙ্গাবাড়ী ক্যাম্পের বিশেষ টহল দল টহলে গেলে তাদের টের পেয়ে ভারতের আরসাদপুর,মালদাহ  সীমান্তের দিক থেকে আসা ৪/৫ জন অনুপ্রবেশকারী পালাতে চেষ্টা করে । পরে বাঙ্গাবাড়ী ক্যাম্পের বিশেষ টহল দল তাদের ধাওয়া করলে অনুপ্রবেশকারী ৪/৫  জন তাদের মাথায় থাকা ফেনসিডিল ও মদের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বাঙ্গাবাড়ী ক্যাম্পের বিশেষ টহল দল বস্তায় থাকা ৫৯০বোতল ফেনসিডিলসহ ৭বোতল ভারতীয়  উদ্ধার করে। উদ্ধার করা মাদকের মূল্য আনুমানিক ২লক্ষ  ৫৩হাজার ৯শ টাকা বলা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদরের ওয়াহেদপুর সীমান্তের একটি পরিত্যাক্ত বাড়ির পাশ থেকে বিজিবি মঙ্গলবার ৪০০ বোতাল ফেন্সিডিল ‍উদ্ধার করেছে। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৩-০২-১৫

,