সচেতন নাগরিক কমিটি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে শুক্রবার দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গতিশীলকরণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় পরিচালিত সনাক কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি সেলিনা বেগম। সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন সনাক সদস্য ও সাবেক সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা। এসময় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন ও গৌরি চন্দ সিতু, সনাক সদস্য প্রবীন শিক্ষক মোজাম্মেল হক, ন.স.ম মাহবুবুর রহমান মিন্টু, উম্মে সালমা হ্যাপী, আলহাজ্ব এ্যাড. সোহরাব আলী, ড. দিপালী রানী দাস, টিআইবি’র চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, সহকারী ম্যানেজার শাহীন শাহীসহ ইয়েস সদস্যবৃন্দ। সভায় সনাক-টিআইবি’র মিশন, ভিশন, চলমান বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস্ ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে আলোচনা হয়। এতে, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ সম্পর্কে টিআইবি’র অবস্থান তুলে ধরা হয়। ঘন্টাব্যাপী মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক ডি.এম. তালেবুন নবী, দৈনিক মানবকণ্ঠ’র জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, দৈনিক সংবাদ’র জেলা প্রতিনিধি সামসুল ইসলাম টুকু, সাপ্তাহিক সোনামসজিদ’র সম্পাদক  জোনাব আলী, সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক জাফরুল আলম, দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক নবরাজ ও অর্থনীতির কাগজ এর জেলা প্রতিনিধি হোসেন শাহনেওয়াজসহ অন্যরা। মুক্ত আলোচনায় টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্যক্রম বিষয়ে স্থানীয়ভাবে প্রচার এবং দুর্নীতি হ্রাসকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। আলোচনায় জেলার স্বাস্থ্য সেবা ব্যবস্থা, কোচিং ব্যবসা ও শিক্ষার বিভিন্ন অব্যবস্থাপনা বিষয় তুলে ধরা হয়। সমাজে স্বচ্ছতা ও জবাবদীহিতা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করা হয় সনাকের পক্ষ থেকে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-১৫