টেলিটক সংযোগ থেকে বঞ্চিত ভোলাহাটের গ্রাহকরা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার হাজার হাজার মানুষ সরকারি মালিকানাধীন টেলিটক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
সাধারণ গ্রাহকরা অভিযোগ করেছেন, ভোলাহাট উপজেলার দেশে একেবারেই সীমান্তবর্তী উপজেলা হওয়ায় উপজেলার সর্বত্রই বিভিন্ন সেল কোম্পানীর নেটওয়ার্ক পেতে অসুবিধা হয়। সেল ফোনে কথা বলতে বলতেই অধিকাংশ সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। ভোলাহাটে চালু থাকা সেল কোম্পানীগুলোর ইন্টারনেট সুবিধাও সন্তোষজনক নয়।
ভোলাহাট উপজেলা সরকারি মালিকানাধীন টেলিটক-এর নেটওয়ার্ক চালুর দাবি দীর্ঘদিনের হলেও তা চালু হয়নি।
তারা জানান, কিছু কিছু সময় নির্ধারিত কিছু কাজ শুধু মাত্র টেলিটক নেটওয়ার্কেই করতে হয়ে। তখন ভোলাহাটের গ্রাহকদের ছুটে যেতে হয় পাশের উপজেলাগুলোতে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভোলাহাটের সাধারণ মানুষ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৭-০২-১৫

,