কালীনগরে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
চাঁপইনবাবগঞ্জে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য হুমায়ন কবির ও আনারুলের সমর্থকদের মধ্যে সকালে সংঘর্ষ লেগে যায়। এসময় বেশ কিছু ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে ৮/১০ জন আহত হয়েছে। তবে পুলিশী হয়রনী এড়ানোর জন্য তারা গোপনে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট এবং অগ্নি সংযোগ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০১-১৫
সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য হুমায়ন কবির ও আনারুলের সমর্থকদের মধ্যে সকালে সংঘর্ষ লেগে যায়। এসময় বেশ কিছু ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে ৮/১০ জন আহত হয়েছে। তবে পুলিশী হয়রনী এড়ানোর জন্য তারা গোপনে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট এবং অগ্নি সংযোগ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০১-১৫