তাশেম মিঞা’র আইন ব্যবসায় ৬৫ বছর পদার্র্পণ

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণ আইনজীবি এ, এস, এম ইহ্তিশাম-উল-মুল্ক তাশেম মিঞা’র (৯৩) আইন ব্যবসায় ৬৫ বছর পদার্র্পণ উপলক্ষে বুধবার বিকেলে এক সম্বর্ধনা অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়েছে। সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকটে আলী আউয়াল বাউল, এ্যাডভোকেট আজিজুল হক, এ্যাডভোকেট গোলাম মোস্তফা, পিপি যবদুল হক, এ্যাডভোকেট আব্দুল ওদুদ, এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট সৈয়দ শাহজামাল, এ্যাডভোকেট ফিরোজা বেগম প্রমুখ। বক্তারা প্রবীণ এ আইনজীবীকে আইনপেশার একজন দিকপাল উল্লেখ করে বলেন, তার মত আইনজীবী  এদেশে খুবই কম আছেন। তিনি মেধাবী ছাত্র হিসেবে তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানে সমাদৃত ছিলেন।
উল্লেখ, প্রবীণ এ আইনজীবী ১৯২৪ সালের ১লা জুলাই সদর উপজেলার চুনাখালি গ্রামে জন্মগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ। পরবর্তীতে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এমএ পাশ করেন।  দেশ বিভাগের পর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে আইনবিভাগে উত্তীর্ণ হন। ১৯৫২ সালে নবাবগঞ্জ মুন্সেফী আদালতে আইনজীবী হিসেবে এবং ১৯৬২ সালে ঢাকা হাইকোর্ট যোগদান করেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জে আইন ব্যবসায় নিয়োজিত আছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০১-১৫