প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী

শিক্ষিত মা একটি সুরভিত ফুল-প্রতিটিঘর হবে একেকটি স্কুল” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়। বুধবার  সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাটুলে শেষ হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত র‌্যালীতে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজুরল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। র‌্যালী শেষে সাটুহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। এর পর জেলা পর্যায়ের সপ্তাহ ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। আগামীকাল থেকে পিটিআই প্রাঙ্গনে শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০১-১৫