দেশের একমাত্র পূজামন্ডপ লাহারপুরে শুরু হয়েছে গণেশ জননী পূজা

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সদর উপজেলার লাহারপুর তাঁতীপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে গণেশ জননী পূজা।  বুধবার গণেশ জননীর মহানবমী সরস্বতীপূজোর পরের দিন শুরু হয় গনেশ জননী পূজা। বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা আসেন প্রতিমা দেখতে। তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সন্তোষ্টি চিত্তে ফিরে যান নিজ নিজ আলয়ে।
সংশ্লিষ্টরা জানান, শতবর্ষ পূর্বে শ্রীধর নামে একজন ধর্মপ্রাণ হিন্দুধর্মালম্বী এ পূজার প্রচলন করেন এবং বাংলাদেশের একমাত্র লাহারপুরেই এ পূজা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মনিকা রাণী দাস জানান- এ অঞ্চলে একটি লোক বিশ্বাস প্রচলিত আছে- যদি কেউ গণেশ এর মূর্তি দিয়ে মানত করেন তাহলে তারগর্ভে পুত্র সন্তানের জন্ম হয়। তাই অসংখ্য ছোট আকারের গণেশ মূর্তি মানত হিসাবে প্রতিবারই নিবেদন করা হয়। এবার ২১টি গণেশ মূর্তি মানত হিসাবে নিবেদন করেছেন ভক্তরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে সমাজের বিভিন্ন স্তরের সুশীল সমাজ নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম, সাংবাদিক মেহেদি হাসানসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত হতে এ পূজা পরিদর্শন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-১৫