ইসলামিক ফাউন্ডেশনের দিনব্যাপী দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স ও দাওয়াতী মাহফিল হয়েছে। স্থানীয় শহীদ সাটু হলে দিনব্যাপী কোর্সে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের প্রশাসক মঈনুদ্দিন মন্ডল, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অহিদুল ইসলাম, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প দপ্তরের সহকারী পরিচালক মোঃ আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফকিরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহিল হামিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা ইমাম প্রশিক্ষন একাডেমীর ধর্মীয় শিক্ষক মাওলানা জাকির হোসেন। ওরিয়েন্টেশন কোর্সে জেলার ৫ উপজেলার ৩ শতাধিক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকাররা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কোর্সে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সকল ইমামগণকে আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-১৫