গোমস্তাপুর সীমান্তে দুটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন ও রোকনপুর সীমান্ত থেকে পৃথক অভিযানে ২টি ভারতীয় পিস্তল ও ১টি মটরসাইকেল উদ্ধার  করেছে ৪৩’বিজিবি ব্যাটালিয়ন।
৪৩ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল মুজিবুল হক সিকদার জানান,  ব্যাটালিয়নের আওতাধীন রোকনপুর ও বিভিষন বিওপি’র ১টি বিশেষ যৌথ টহলদল না.সুবেদার মোতালেবের নেতৃত্বে লালমাটিয়া সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার দিবাগত গভীররাতে ও বুধবার সকালে পৃথক অভিযানে পিস্তল ২টি উদ্ধার করে। এ সময় রোকনপুরঘাট এলাকা থেকে ১টি ভারতীয় এ্যাপচি-১৬০ সি.সি ভারতীয় মটরসাইকেলও (ডই-৬৬-ক-৯৮০৬) উদ্ধার করে টহল দলটি। তবে অস্ত্র ও মটরসাইকেল উদ্ধারের ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত মটরসাইকেলটি বুধবার রহনপুর শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে বিজিবি জানায়।
উল্লেখ্য, গত ১ সপ্তাহের ব্যবধানে একই সীমান্ত এলাকা থেকে ৪টি পিস্তল উদ্ধার করল বিজিবি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-১৫