শান্তির মোড়ে ট্রাক বহরে হামলা > ককটেল বিষ্ফোরণ > ১০ ট্রাক ভাঙ্গচুর > আটক ১৩
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে শহরের বড় ইন্দারা মোড় থেকে হরতাল ও অবরোধের সমর্থনে জামায়াত শিবির কর্মীরা মিছিল নিয়ে শান্তির মোড়ে এসে তারা শান্তির মোড়ে পিকেটিং করে। এসময় আইন শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যদের পাহারায় কয়েকটি তেলবাহী লরিসহ প্রায় ৫০ টি ট্রাকের বহর সোনামসজিদ স্থলবন্দর যাওয়ার উদ্যেশে শান্তিরমোড় এলাকায় আসলে পিকেটিররা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে প্রায় ১০টি ট্রাক ভাঙ্গচুর হয়। তারা কয়েকটি অটো রিক্সাও ভাঙ্গচুর করে। উল্লেখ্য, জামায়াত শিবিরের পিকেটিংকালে ওই পথে ইটবাহী একটি ভুটভুটি যাচ্ছিল। হটাৎ ট্রাক ও অটোরিক্সা ভাঙ্গচুরের ফলে এলাকায় আত্মংক ছড়িয়ে পড়ে। এ সময় বহরে থাকা আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছে।
এদিকে, হরতালের কারণে চাঁপাইনবাবগঞ্জ শরের প্রধান প্রধান মার্কেটগুলো বন্ধ ছিল। তবে, রেল চলাচল ও শহরে ছোট ছোট যান চলাচল ছিল স্বাভাবিক। হরতালে জেলার অন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরে মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০১-১৫