হত্যামামলায় চককীর্ত্তির চার ভাইয়ের যাবজ্জীবন

জমিজামা সংক্রান্ত বিবাদের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি গ্রামের আমীর আলীকে হত্যার ঘটনায় সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কবিতা খানম চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, চককীর্ত্তির এনতাজ আলীর ৪ ছেলে লাল মোহাম্মদ (৫০), বজলার রহমান (৪৫), মনিরুল ইসলাম (৩৫) ও শরীফ (৩০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৯ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে চককীর্ত্তিতে ৪ ভাই জমি নিয়ে বিরোধের জের ধরে আমির আলীর মাথায় ধারালো দেশী অস্ত্র দিয়ে আঘাত করে এবং আমির আলী মারা যায়। নিহতের ভাই সাইদুর রহমান দাবি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। দায়ের হওয়া মামলার তদন্ত ও শুনানী শেষে আদালত এই রায় প্রদান করে।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি জোব্দুল হক এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. জুয়েল। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০১-১৫