কানসাটে র‌্যাব ধরলো ১৭ অবরোধকারীকে

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটে র‌্যাবের হাতে ধরা পড়েছে ১৭ অবরোধকারী। এদিকে, ১৭ জনকে আটকের পর রোববার সন্ধ্যায় কানসাট এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা আবু হুরাইরা জানান, বেলা ১১টার দিকে সোনামসজিদ স্থল বন্দর থেকে আমদানী পণ্যবাহী বেশ কিছু ট্রাক র‌্যাবসহ আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের পাহারায় নিয়ে আসা হচ্ছিল। দুপুর আড়াইটার দিকে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যসহ ট্রাকগুলো কানসাট এলাকায় এসে পৌছলে অবরোধকারীরা হামলা চালায়। এ সময় তারা অন্তত ২০ ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রাকের বহরে হামলার সময় তাৎক্ষণিক র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিংকারী ও হামলায় জড়িত ১৭ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে সূত্র জানিয়েছে, কানসাটে ১৭ অবরোধকারীকে আটকের পর সন্ধ্যায় কানসাট বাজার সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে। যৌথবাহিনীর অভিযানকালেও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে সাধারণ মানুষের মাঝে আত্মংক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছে, রাতে ( শেষ খবর পাওয়া পর্যন্ত) কানসাট বাজারে ভুতুরে অবস্থা বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০১-১৫

,