এমপি হয়েই গোলাম রাব্বানীর সাড়ে ৪ কোটি টাকা সাশ্রয়

বিনা ভোটের এমপি হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বহু আলোচিত কানসাট পল্লী বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী ৫ কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি কিনছেন। শুল্কমুক্ত সুবিধায় তাকে ৪,৯৮,১৯,৬৪১.১ টাকা দামের গাড়ি আনতে ৫২,৯০,৯৭৪.৮২ টাকা পরিশোধ করতে হচ্ছে। সাধারণ মানুষের চেয়ে তার সাশ্রয় হচ্ছে সাড়ে ৪ কোটি টাকা।
বিএনপি’র নেতৃত্বাধীন জোটের বর্জনের মুখে গেল বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে গোলাম রাব্বানীও একজন। আগে কোন দিন আওয়ামীলীগের রাজনীতি না করলেও আওয়ামীলীগের মনোনয়নে ‘অনায়েসে’ নির্বাচিত হয়ে কয়েক মাসের ব্যবধানে শুল্কমুক্ত গাড়ি নিতে তৎপরতা শুরু করেন।
সূত্র জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে এক বছর পূর্ণ হবার আগেই প্রায় এক শ’ জন সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি নেয়া জন্য আবেদন করেন। এর মধ্যে  প্রথম ধাপে ১১ এমপিকে জাতীয় সংসদের স্পিকার এবং এনবিআরের পক্ষ থেকে শুল্কমুক্ত গাড়ি আনার অনুমোদন দেওয়া হয়েছে। এই ১১ এমপি’র মধ্যে রয়েছেন গোলাম রাব্বানী। অনুমোদন পাওয়া ১১ এমপি’র মধ্যে মধ্যে ১০ জনই প্রায় পাঁচ কোটি টাকা করে দামের টয়োটা ল্যান্ডক্রুজার স্টেশন ওয়াগন গাড়ি আনছেন। বাকি একজন আনছেন প্রাডো ব্র্যান্ডের প্রায় দুই কোটি টাকা দামের গাড়ি। দলীয় সূত্র জানায়, আবেদনের পর থেকেই গোলাম রাব্বানী শুল্কমুক্ত সুবিধায় গাড়ি পেতে ‘জোড়কদমে’ লবিং করতে থাকেন। তার নির্বাচনী এলাকার ‘তপ্ত’ অবস্থা গাড়ি সুবিধা নিতে লবিং চালানোয় ছেদ কাটতে পারেনি।
জানা গেছে, এসব দামি গাড়ি কিনে দেশে আনতে হলে ৮৬১ শতাংশ হারে শুল্ক-কর পরিশোধ করতে হয়। তবে এমপি হওয়ার সুবাদে এ ১১ জন এমপিকে তা পরিশোধ করতে হচ্ছে না। ওই হিসেবে, সরকারি তহবিলে শুল্ক-কর খাতে ৪,৪৫,২৮,৬৬৬.৩২ টাকা জমা দেওয়ার নিয়ম থাকলেও এমপি হওয়ার সুবাদে গোলাম রাব্বানীকে এ টাকা জমা দিতে হচ্ছে না
রাজস্ব কর্মকর্তাদের হিসাবে, এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় ১১টি গাড়ি আমদানিতে সরকার রাজস্ব হারাচ্ছে ৪১ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬৪৫ টাকা টাকা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০১-১৫

,