শিশু প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মঙ্গলবার গ্রীণ ভিউ স্কুলে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিয়োগিতায় বিভিন্ন সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন, মাটির কাজ, অভিনয়, আবৃত্তি, ক্বেরাত, হামনাদ, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতাসহ ৩৯টি ইভেন্টে ১৯০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। উপজেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকারীরা এই প্রতিযোগতায় অংশগ্রহণ করে।
মঙ্গলবার দুপুরে প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যাপক সিরাজুল ইসলাম, মোহিত কুমার দাঁ, গ্রীণভিউ স্কুলের সহকারী প্রধান শিক্ষক রোকসানা আহমেদ প্রমুখ। আগামীকাল শহরের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।