আমাদের ৭১ এ্যালবামে একরামুল হক ইভানের গান
বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধে শহীদদের উৎসর্গ করে দুরবিন এন্টারটেনমেন্টের ব্যানারে ও দুরবিন ব্যান্ডের উদ্যোগে প্রকাশিত হলো ব্যান্ড এ্যালবাম আমাদেও ৭১। ৭১টি দেশের গান নিয়ে তৈরি এ্যালবাম এর শিরোনাম আমাদের ৭১। বিশ্বের সবচেয়ে মি´ড এ্যালবাম আমাদের ৭১-এ ৭১টি ব্যান্ড, ৭১টি নতুন সুর, ৭১টি নতুন কথা নিয়ে তৈরি করা হয়েছে আমাদের ৭১ এ্যালবাম। এ্যালবামটি ইতোমধ্যে গিনেসবুকে স্থান পেয়েছে।
এ্যালবামে স্থান পেয়েছে একরামুল হক ইভান এর লেখা জেগে উঠো বীর বাঙ্গালী, হাতের মুঠোয় লাল সূর্য এবং স্বাধীনতা তুমি শিরোনামে অসাধারণ গান দুটিতে কন্ঠ দিয়েছেন ফোর ডরহমং এর আপন ও এম.এ ওয়াদুদ। এর আগে একরামুল হক ইভান এর কথায় ও এস,আই শহীদ কথা ও সুরে এবং ভালবাসা,জান আমার এবং ভীষন ভালবাসি এ্যালবাম ব্যাপক সাড়া পাবার পর আসছে আগামী ভালবাসা দিবসে দেশের খ্যাতিমান শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও এক জীবন টু এর শহিদ এর গাওয়া গান নিয়ে আরেকটি এ্যালবাম বাজারে আসছে। একরামুল হক ইভান দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে চাকুরির পাশাপাশি উত্তরায়ণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোঃ আলাউদ্দিনের কাছে সংগীত চর্চাসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-১৫
এ্যালবামে স্থান পেয়েছে একরামুল হক ইভান এর লেখা জেগে উঠো বীর বাঙ্গালী, হাতের মুঠোয় লাল সূর্য এবং স্বাধীনতা তুমি শিরোনামে অসাধারণ গান দুটিতে কন্ঠ দিয়েছেন ফোর ডরহমং এর আপন ও এম.এ ওয়াদুদ। এর আগে একরামুল হক ইভান এর কথায় ও এস,আই শহীদ কথা ও সুরে এবং ভালবাসা,জান আমার এবং ভীষন ভালবাসি এ্যালবাম ব্যাপক সাড়া পাবার পর আসছে আগামী ভালবাসা দিবসে দেশের খ্যাতিমান শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও এক জীবন টু এর শহিদ এর গাওয়া গান নিয়ে আরেকটি এ্যালবাম বাজারে আসছে। একরামুল হক ইভান দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে চাকুরির পাশাপাশি উত্তরায়ণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোঃ আলাউদ্দিনের কাছে সংগীত চর্চাসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে আসছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-১৫