আইন শৃঙ্খলাবাহিনীর পাহারায় পণ্যবাহী ট্রাক পারাপার ॥ অবরোধকারীদের হামলা ॥ ট্রাক হেলপার আহত

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের  পঞ্চম দিনে  দেশের দ্বিতীয় স্থাল বন্দর সোনামসজিদ স্থল বন্দরে আটকে পড়া পণ্যবোঝায় ট্রাক শনিবার আইন শৃঙ্খলা বাহিনীর  কড়া নিরাপত্তায় পারাপার করার সময় আবারও অবরোধকারীদের হামলার শিকার হয়েছে। শিবগঞ্জের কানসাট মিলিক ব্রীজ থেকে কানসাট গোপালনগর মোড়ে অবরোধকারীর ককটেল বিষ্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, ট্রাক ভাংচুর করে। এঘটনায় আহত হয় মাসুদ রানা নামের এক ট্রাক হেলপার। জবাবে আইন শৃঙ্খলা বাহিনী অবরোধকারিদের লক্ষ করে টিয়ারশের, রাবার বুলেট, সর্টগান ও রাইফেলে গুলি ছোঁড়ে। তবে, এঘটনায় কেই হতাহত হয়নি।
এছাড়া জেলার অন্য কোথাও আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৫

,