‘নিরাপদ সড়ক চাই’র জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দেশে সড়ক দূর্ঘটনার চিত্র ভয়াভহ। দূর্ঘটনায় মানুষ মরছে মহামারির মত। প্রতিবছর সড়ক দূর্ঘটনায় যত মানুষ মারা যায়, একটি যুদ্ধেও তত মানুষের প্রাণহানী ঘটেনা। বুধবার শহরের শহীদ সাটু হল মার্কেটের দোতলায় অনুষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’র নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির প্রথম সভায় সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মুঠোফোনের মাধ্যমে একথা বলেন।
সভা চলাকালিন ২৪ বছর যাবত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঠোফোনে নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, সড়ক দূর্ঘটনা মানুষেরই তৈরী এবং মানুষই এটাকে নিয়ন্ত্রন করতে পারবে। সড়কে নিজেদের নিরাপত্তা নিজেদের তৈরী করতে পারবে।
কমিটির আহ্বায়ক শফিকুল আলম ভোতার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব রফিক হাসান বাবলু, যুগ্ন আহ্বায়ক খাইরুল আলম, সদস্য মনোয়ারা খাতুন, ফারুকা বেগম, এ্যাড. আবু হাসিব, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু প্রমূখ। বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবি দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের। নিরাপদ সড়ক প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট সকল মহলের অবহেলার কারণেই দূর্ঘটনার হার আশঙ্কাজনভাবে বাড়ছে। তাই নিরাপদ সড়কের দাবিতে সকলের সোচ্চার হওয়ার কোন বিকল্প নাই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, জাকির হোসেন পিংকু/ ০৭-০১-১৫