এডাবের উদ্যোগে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা অবহিতকরণ সেমিনার

এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ সম্পর্কে অবহিতকরণ ও দ্রুত বাস্তবায়ন শীর্ষক সেমিনার হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এডাবের সভাপতি এ্যাড. সৈয়দ শাহজামালের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন মামুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর বেবী নাজনীন, এ্যাড. নাহিদসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা এনামুল হক তুফানের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, প্রভাত সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক ও এডাবের সাধারণ সম্পাদক আমিরুল মোমেনীন বাবু। প্রবন্ধ পাঠ করেন সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তৌহিদা খাতুন কমলা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোখলেশুর রহমান আকনসহ এডাব ও জেলার বিভিন্ন এনজিওর সদস্যবৃন্দ। সেমিনারে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০১-১৫