শিবগঞ্জে ডাকাতদলের হামলায় মিশুক চালকসহ আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বেঁকির মোড় বাগান সেলিমাবাদ এলাকায় শুক্রবার রাতে ডাকাতের হামলায় এক মিশুক চালকসহ মোট ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হলো, মিশুক চালক সেমাজুল ইসলাম, মিশুকের যাত্রী, সেরাজুল ইসলাম টানু, হাফিজুল ও আখিরুল ইসলাম। আহত সেরাজুল ইসলাম টানু জানান, শুক্রবার রাত প্রায় ৯টার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে মিশুকযোগে সেমাজুল ও আখিরুলসহ একসাথে কানসাট আসছিলাম। এসময় বেঁকি বাগান-সেলিমাবাদ এলাকায় ৩ সদস্য বিশিষ্ট একটি ডাকাতের দল হাতে পিস্তুল, কাতা, চাইনিচ কুড়ালসহ দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে মিশুকের গতিরোধ করে এবং মিশুকে থাকা আমাদের সকলকে বেধড়ক ভাবে মারধর করে। এতে ৪ জনই আহত হয়। এছাড়া আমাদের কাছে থাকা বিভিন্ন অঙ্কের টাকা, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এম ময়নুল ইসলাম জানান, এঘটনার বিষয়ে থানা পুলিশের কাছে কোন তথ্য নেই এবং এব্যাপারে কোন অভিযোগও পাওয়া যায়নি। এ ধরণের ঘটনা ঘটলে বা কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০১-১৫