ভোলাহাটে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার সন্ধ্যায় এক দিনমুজুর নিহত হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দলদলী ইউনিয়নের আলী মোড়ের মৃত আলী হোসেনের ছেলে  আজিমুদ্দিন (২৭) কাঁঠাল গাছের পাতা কেটে পশু খাদ্য হিসেবে বাজারে বিক্রয় করতো। শনিবার বিকেলে উপজেলার দলদলী গ্রামে পাতা কাটতে একটি গাছে ওঠার পর গাছের উপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত: স্পর্শ ঘটলে সে ঘটনাস্থলেই বিদ্যূস্পৃষ্ট হয় এবং গাছ থেকে নীচে মাটিতে পড়ে যায়। দ্রুত স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দরিদ্র দিনমজুর আজিম এক সন্তানের জনক।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০২-১৫