পুলিশ সুপারের গাড়িতে ককটেল হামলা ॥ চালক আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কলাবাড়ি এলাকায় পুলিশ সুপার বশির আহম্মদের গাড়িতে সোমবার রাতে ককটেল হামলা চালিয়েছে অবরোধকারীরা। এতে ওই গাড়ি চালক আহত হয়েছে।
পুলিশ সূত্র সোনামসজিদ স্থল বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের বহরে ককটেল হামলার কথা বললেও অন্য সূত্র নিশ্চিত করেছে পুলিশ সুপারের গাড়িতেই ককটেলের আঘাত লেগেছে। এতে ওই গাড়ি চালক আহত হয়েছে। ওই সূত্র জানায়, সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার সোনামসজিদ স্থল বন্দরের আমাদানী রপ্তানী ও পণ্য পরিবহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে জেলা শহরে ফিরছিলেন। ডিসি, সিও এবং এসপি’র গাড়ি বহরের সঙ্গে আইন শৃংখলা রক্ষা বাহিনীর পাহারায় আমদানী পণ্যবাহী ট্রাকও আসছিল। বহরটি কয়লাবাড়ির ট্রাক টার্মিনালের কাছে আসলে অবরোধকারীরা এসপি’র গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা করে। এতে গাড়িতে থাকা পুলিশ সুপার বশির আহম্মদ অক্ষত থাকলেও আহত হয় তার চালক। রাতে আহত চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে পুলিশের একধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৫