পুলিশের বিশেষ অভিযানে ১০২ জন গ্রেফতার ॥ বিএনপি নেতার বাড়িতে ভাঙ্গচুরের অভিযোগ

রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আইন শৃংখলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে শিবগঞ্জে ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৭ জন আটক হয়েছে র‌্যাবের পৃথক অভিযানে।
সহকারি পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মতিউর রহমান জানান, শিবগঞ্জের বিভিন্ন স্থান থেকে পৃথক পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন রাজনৈতিক মামলার আসামী।
এদিকে জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানিয়েছে, শিবগঞ্জ মিলিয়ে জেলায় গ্রেফতার করা হয়েছে ১৩৮ জনকে।
অন্যদিকে, আইন শৃংখলা বাহিনীর অভিযানে শিবগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ভাঙ্গচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।  শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারির বাড়িতে ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।
বিএনপি’র অভিযোগ যৌথ বাহিনীর সঙ্গে একদল মুখোশধারী সন্ত্রাসী এ ভাঙ্গচুর চালায়। শিবগঞ্জ থানার ওসি ময়নুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শুধু যৌথবাহিনী সন্ত্রাসীদের দমনের জন্যই অভিযান চালায়’। ওসি আরো বলেন, ‘যৌথবাহিনীর সাথে কোন মুখোসধারিদের দল ছিল না। যৌথবাহিনী অপারক নয় যে, সন্ত্রাসীদের সহযোগিতা নেবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৫