হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জেলা শহরের অতিহ্যবাহী দুটি বিদ্যাপিঠ হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত মোট ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ে শুধুমাত্র ৬ষ্ঠ শ্রেনীতে এবং নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় ও ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তীর জন্য শিক্ষার্থীরা অংশগ্রহন করে। হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান,এ বছর ৬ষ্ঠ শ্রেনীতে ২৪০ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ১হাজার ১৩৫জন শিক্ষার্থী। অন্যদিকে, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিলা সুলতানা জানান, ৩য় শ্রেনীতে ১২০টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে ৫৭৭ জন শিক্ষার্থী। আর ৬ষ্ঠ শ্রেনীতে ২৬ টি আসনের বিপরীতে অংশ নিয়েছে ৩৫৭জন শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রধানেরা জানান আজ রাতের মধ্যে স্কুল দুটির ভর্তী পরীক্ষার ফলাফল প্রকাশ করে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-২০১৪