শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল সমিতির বার্ষিক সাধারণ সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা প্রদান করা  হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে  শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম। এছাড়ও অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল সমিতির সাধারণ সম্পাদক আসলাম কবির। অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, আমিনুল হক সহ সদর উপজেলার ৩০টি স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, সদর উপজেলার বিভিন্ন স্কুলের ৬ জন ও ২ কর্মচারীকে মোট ৩ লক্ষ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের ৩ বছর মেয়াদী কমিটিতে ফুলকুড়ি ইসলামিক একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম কে সভাপতি নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরকে সাধারণ সম্পাদক ও চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-২০১৪