বৈশাখী টিভির ১০ বছর পুর্তিতে র্যালি
চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার বৈশাখী টেলিভিশনের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনাসভায় মিলিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আল মামুন, প্রবীণ সাংবাদিক মাহবুব আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ। পরে প্রধান অতিথি কেক কাটেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১২-২০১৪